পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ১৩৯ শ্রীরামপুরে আসিয়া তথাকার যন্ত্রের বাঁ, কাটাকে ছ, নিকট (ডাহিনদিগে) লইয়। যাইবে, এমত সময়ে যদি গ কে, যেৰূপ চিত্রিত আছে তদ্রুপ কবু যায়, তাহাতে বিদ্যুত্বের গতি স্থকিত হইয়া বা, কাটা খ, নিকট আসিবে। গ্ল, হাতলকে ২. নিকট লইয়া গেলে ঘ, পাত্রহইতে বিদ্যুৎ জ, তার দিয়া ত্রীরামপুরের যন্ত্রে আগমনপূৰ্ব্বক তত্ৰস্থ যন্ত্রের বী, কাটাকে ট, নিকট (বামদিগে) লইয়! যাইবে । ১৫৫ ৷ বিবেচনা করি, পাঠকবর্গ ইহাতে স্পষ্ট বুঝিয়া থাকিবেন যে গ, হাতলের উপরিভাগকে বাম বা দক্ষিণদিগে লইয়া গেলে বা, কৃটি বামে বা দক্ষিণে গতি করিবে এবং ঐ ছাতল সোজাসুজি রাখিলে কাটাও সোজাসুজি থাকিবে । ১৫৬ ৷ . যেৰূপ হাতলের গতিতে• ঐ বনকাটা গতি করিয়া থাকে তন্দ্রপে সেই দিগে ট, নামকঐ যন্দ্রের দর্শক কাটারও গতি হইয়া থাকে | ১৫৭ ৷ ঐ দর্শক কাটা মঙ্গেতের উপর