পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৪ ইলেকট্রিক টেলিগ্রাফ । ১৬২ ৷ দুইবার কাটা বামে গেলে ইংরাজি ভাষার A অক্ষর যেৰূপ বুঝাইয়া থাকে এবং যেৰূপ কঁাটা ১ বার ডাহিনে গেলে এম M অক্ষর বুঝায় ৷ ইত্যাদি সঙ্কেত যদ্রপ কম্পিত তদ্রুপ অ, অবধি ক্ষ, পর্য্যন্ত পঞ্চাশৎ বর্ণ যে কোন প্রকার কল্পনায় হউক প্রকাশ পাইতে পারে । " ১৬৩। অধুনা যন্ত্রপরিচালকেরা যেৰূপ শিক্ষিত হইয়া যন্ত্রের কাটা বামে গেলে A, অক্ষর বুঝিয়া থাকেন সেইৰূপ ৰ্তাহ দিগকে আদেশ করিলে তাহার কাটা একবার বামে গেলে অ, দুইবার বায়ে আী, তিনবার বামেই, চারি বারে ঈ,একবার ডাহিনায় উ,ছুইবার ডাহিনায় উ, তিনবার ডাহিনায় ঋ, চারিবার ডাহিনায় ঋ, পাচবার ডাহিনায় ৯ একবারবামে একবার ডাহিনায় ২, একবার বামে দুইবার ডাহিনায় এ, দুইবার বামে একবার ডাহিনায় ঐ, দুইবার বামে দুইবার ডাহিনায় ও, একবার বামে তিনবার ডাহিনায় હે, দুইবার বামে তিনবার ডাহিনায় ২ দুইবার বামে চারিবার ডাহিনায়ঃ,তিনবার বামে একবার ডাহিনায় । (হসন্ত),বুঝিতে