পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ ইলেকট্রিক টেলিগ্রাফ। দিবারাত্র হইয়া থাকে । কিন্তু সুৰ্য্যোদয় অবধি মুহুর্তের গণনা ও পরাদ্ধ রাত্রঅবধি বেলা বা হোরার গণনা আরম্ভ হয় । " এই হেরা শব্দের মুলহইতে নিঃসন্দেহ ইংরাজি ভাষায় (Hour) আউআর শব্দ উৎপন্ন হুইয়াছে কেননা যেৰূপ ইংরাজি ২৪ ঘণ্টায় দিবারাত্রি হয় সেইৰূপ ২৪ হোরায়ও দিবারাত্রি হয় । এবঞ্চ জ্যোতিষে “ হোর রাশ্যদ্বলগ্নয়োঃ” অর্থাৎ দিবরাত্ৰিতে দ্বাদশ লগ্ন ভোগ হয় এই প্রযুক্ত দিবারাত্রি বারে দ্বিগুণে ২৪ চৰিবশ হৈরিায় বিভক্ত হইয়াছে। এতদেশীয় খগোলবেত্তাদিগের মতে সকল লগ্ন সমান পরিমাণ না হওমাতে হোরার সমতা নাই অতএব এদেশে দিরারাত্রি ২৪ ভাগে বিভক্ত না হইয় ৬০ ষাইট ভাগে বিভাগের রীতি হইয়াছে কিন্তু দিবাপ্পাত্রি ৬০ যাইট দণ্ডে বা ভাগে বিভাগের রীতিতেও আপততঃ দোষ দৃষ্টি হইতেছে কেননা জ্যোতিষ মতে প্রাঙনত ও পশ্চান্নতৰূপ গণনায় অর্থাৎ দুই প্রহর রাত্রি অবধি দিবা দুইপ্রহরপর্ম্যন্ত দিন । সংখ্য এবং উদয়অবধি উদয়পর্য্যন্ত দিব গণনায়