পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। কোটি ক্রোশ ), কিন্তু পুরাণ বিশেষে ভূগোল খগোলপ্রভৃতি সমুদায় ব্রহ্মাণ্ডকে পঞ্চাশ কোটি যোজন কহেন। : ১৭৮। যেহেতু প্রতি সেকেণ্ডে পাঁচ লক্ষ ছিয়াক্তর হাজার (৫,৭৬,০০০) মাইল বিদ্যুতের গতি হইয় থাকে একারণ বিদ্যুৎ আড়াই থার্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্তভাগহইতে অন্য প্রান্তভাগে অবশ্য গমন করিতে পারে } [যে বস্তুর এমত দ্রুতগতি তাহার সম্বন্ধে বয়েহইতে কলিকাতা বা আগরাহইতে কথায়২ বম্বে গতি করা কোন আশ্চর্য্য ] , বিদ্যুতের গতির প্রসঙ্গে অন্মদাদিকে কিঞ্চিৎ অতিরিক্ত কথা লিখিতে হইল, কি করি, পাঠকবর্গ স্ব স্ব প্রকটিত গুণে যেন ক্ষমা করেন । ১৭৯। অম্মদেশীয় প্রায় অনেকেরি এই স্থির সংস্কার আছে যে বায়ু অপেক্ষ দ্রুতগামি আর কোন দ্রব্যই নাই, একারণ এদেশীয় কোন ব্যক্তি অতি দ্রুত গমন করিলে বা কোন কৰ্ম্ম অতি সত্বরে করিতে পারিলে তাহার ঝড়ের গতির সহিত উপমা দেওয়া রীতি আছে কিন্তু যে বায়ুকে