পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৮ ইলেকট্রিক টেলিগ্রাফ। আমরা উক্তৰূপ বায়ুর গতির বিষয়ে “জ্ঞানৰূণোদয় মাসিক পত্রিকায়’ একবার প্রকাশ করিয়াছিলাম ।] যদি বায়ুর গতির বিষয়ই লিখিলাম তবে শব্দের-গতির বিষয়ও কিঞ্চিৎ লিখি : ' ১৮০ ৷ শব্দ দুই প্রকৃর। বর্ণাত্মক ও ধনাত্মক । মনুষ্যের কণ্ঠ তালু দন্ত জিহ্বা ওষ্ঠ ও নাসিকার পরম্পর অভিঘাতে যে শব্দ হইয়৷ থাকে যথা:– রাম শ্যাম কৃষ্ণ ইত্যাদি ইহাকে বর্ণায়ুক শব্দ বলে। পশ্বাদির রব এবং জড়পদার্থের পরস্পর আঘাতে যে স্থনি হইয় থাকে তাহাকে ধন্যাত্মক শব্দ বলে—যথ ঠন২ ঘন২ বুজ২ কাক এবং ফেরবাদির রব । ১৮১। এই শব্দর প্রতি মিনিটে অর্থাৎ প্রতি অৰ্দ্ধ পলে বারে মাইল(ছয় ক্রো) গতি হইয়। থাকে । এতাবত যে লঘু শব্দেরও এইৰূপ ছয় ক্রোশ --- * ----------------- - - -------- ت -- خ ۔۔۔۔۔ না থাকা ইত্যাদি সংস্কার, তাহাদিগের প্রোধার্থে আমরা অচিরাং আলোকাদির গতি বিয়য়ে আর এক খণ্ড পুস্তক প্রকাশ । করিব ।