এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
N) ইলেকট্রিক টেলিগ্রাফ। মনুর এই শ্লোকে স্পষ্ট প্রকাশ পাইতেছে; যে আকাশ মণ্ডলে বিছাল্পত নামী কোন ক্ৰমা মেঘের পশ্চাতে বাস করিয়া থাকেন না; এবং দধিচিমুনির অস্থিতে বজ্ৰ নিৰ্ম্মিত হয় নাই । তবে মনু যে কেবল মেঘে বিদ্যুতের বিদ্যমানতার কথা লিখিয়া অপর বস্তুতে বিদ্যুতীয় প্রভা থাকার কথা লেপ্পেন নাই, তাহার কারণ এই হইতে পারে, যে যেৰূপ মেঘে বিদ্যুৎ প্রায় দৃষ্টগোচর হয় তদ্রুপ অপর বস্তুতে হয় না, একারণ তিনি কেবল স্থল বিষয় লিখিয়া থাকিবেন, বলিতে হইবে, এবঞ্চ মনুর মতে বিদ্যুৎ ও বজযে ভিন্ন ভিন্ন পদার্থ এমতও বলা যাইতে পারেনা কেননা যে স্থলে তীকাকার কুলক ভড লিখিয়াছেন যে :–“ মেঘেষু দৃশ্যং দীর্ঘাকার জ্যোতিৰ্বিদ্যুৎ"। অর্থাৎ মেঘোপরি দৃশ্যমান দীর্ঘাকার জ্যোতীৰূপ বিদ্যুৎ । এবং “ মেঘাদেব সজ্যোতিঃ বৃক্ষানিবিনাশকংত্বশনিঃ অর্থাৎ
- ভারতাদিতে ও পুরাণে বৃত্ৰাসুর বধার্থে এরূপ বজ্র হওয়ার কথা যাহা অাছে তাহ অন্য কোন প্রকার বজ্রসম অস্ত্র হইরে" ! !