পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। (tన গতি হইয় থাকে এমত তাৎপৰ্য নহে। অতি প্রচণ্ড শব্দের অর্থাৎ বজ্র ও তোপন্ধনিপ্রভৃতি মহাশব্দের অৰ্দ্ধ পলে ছয় ক্রোশ গতি হইয়া থাকে জানিবেন। ১৮ই । সুতরাং প্রাগুক্ত ঝড়ের. গতির পরিমাণের সহিত বিদ্যুতের গতির তুলনা কোন ক্রমে হইতে পারে না । ১৮৩ । এতদ্ভিন্ন জ্যোতির অর্থাৎ আলোকের । প্রতি সেকেণ্ডে বিংশতি লক্ষ মাইল গতি হইয়। থাকে।” এতাবত আমাদিগ্নের বিদ্যুতের আলোক অগ্রে দৃষ্টিগোচর হয় পরে আমরা তদ্ধনি শুনিতে পাই । যদি ঘড়ির দ্বার" এমত স্থির করা যায় যে বিদ্যুৎ দর্শনের একবা দুই সেকেণ্ড অন্তরে তাহার শব্দ-শ্রবণ হয় তাহাতে আমাদিগের এমত বিবেচনা করিতে হইবেক যে বিদ্যুৎ ছয় বা বারো মাইল অন্তরস্থ আছে । - এতাবত পাঠকবর্গ অবশ্যই বুঝিবেন যে, বি.ছ্যতের জ্যোতির গতি প্রতি সেকেণ্ডে কুড়ি লক্ষ মাইল হয়। স্বয়ং বিদ্যুর্তের গতি প্রতি সেকেণ্ডে W 3.