১৬০ ইলেকটিক টেলিগ্রাফ । পাচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল এবং তচ্ছদের প্রতিমিনিটে বারো মাইল গতি হইয় থাকে। ১৮৪। যদিও বিদ্যুতের এমত দ্রুতগতি তথাপি তদ্বারা অনায়াসে রাজকাৰ্য্য, বাণিজ্যকাৰ্য্য, নাব্যকাৰ্য্য, যুদ্ধ বৃত্তান্ত, রাজকর্মের নিয়োগ, ও পুলিসের কার্য্য এবং মনুষ্যের নিজ২ কার্য্যপ্রভৃতি বিবিধকাৰ্য্য সমাধা হইতেছে। বিশেষতঃ ইলেকট্রিক টেলিগ্রাফের দ্বারা মনুহ্যের কিপর্যন্ত উপকার দর্শাইতেছে ও দর্শাইবে তাছার অপরাপর উদাহরণের মধ্যে এক উদাহরণ এই । , কোন একজন ধনবান বণিকের কন্য। তদীয় পিতার এক জন বেতনভুক সামন্য মসিজীবিকে বিবাহ করিবেন মানস করিয়াছিলেন, তাহাতে বণিক স্বীয় কন্যার মনোগত ভাব বুঝিয়া পাছে বংশের কলঙ্ক হয় এই আশঙ্কাক্রমে এক জন উপযুক্ত ধনির পুত্রের সক্তি দুহিতার বিবাহ দিবার নির্ণয় করত বিবাহসূচক কন্যাপাত্রের পরম্পর প্রতিজ্ঞাপত্রের পাণ্ডুলিপি করিতেছিলেন, এমত সময়ে কন্যা জানিতে পারিলেন যে র্তাহার । পিতা তাহার মনোনীত বরের সহিত বিবাহ ন৷
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।