পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। ১৬৫ ১৮৬ । প্রতিকৃতির মত বুত্র লৌহখণ্ডকে কথিত প্রকারে তামার তীরে মণ্ডিত না করিয়া দুই খণ্ড সোজা লোহে রেশমূর্তি করিয়া তাহার দ্বারা মণ্ডিত করিয়৷ সেই দুই খণ্ডের মুখে ইসকুপের দ্বারা এক খণ্ড লোহ বদ্ধ করত সেই তার, আবৃত লেহে বিদ্যুৎ গতি গ্রাহক তামার তার বদ্ধ করিতে হইবে । - ১৮৭ । সেই যন্ত্র কিৰূপ তাহ আপেনডিক্সের চতুৰ্দশ,প্রতিরুতি দৃষ্টি করহ ।

ঐ চিত্রেতে ১০ ও ২, যে অঙ্ক দেখিতেছ তাঙ্গ রেশম মণ্ডিত-তামার তার আবৃতকর কথিত প্রকার লৌহদণ্ড জানিবেন । দ, ও ন, চিক্তিত যাহা দেখিতেছ তাহ ঐ তার মণ্ডিত লোহের মুখের উপূরে, ইসকুপে বদ্ধ কথিত কোমল লেইখণ্ড জানিবেন। ঐ চিত্রে যে ঙ, ও ক, চিহ্ন দেখিতেই তাহ পরস্পর স্টেসনের বার্তাবহ তার, যাহার প্রান্ত ১, চিহ্নিত লোহে সমাবদ্ধ । খ, গ, ঐ যন্ত্রস্থ তার পৃথিবীর সহিত সংমিলিত আছে । যখন ক, ঙ, তারে বিদ্যুৎ প্রবিষ্ট হয় তখন দ, ন, লৌহদণ্ডে বিদ্যুৎ