এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৬৮ ইলেকট্রিক টেলিগ্রাফ। পেনশিল সমাবদ্ধ থাকিয়া তদ্বারা কাগজের উপর দাগ হয় এবং ঐ লেহ, কথিত প্রকারে সরিয়া আসিলে কাগজও সরিয়া আইসে যাহা লিখিয়াছি যদি ঐ কাগজ এমতাবস্থায় রাখা যায় যে তদুপরি ঐ লৌহদণ্ড ঠিক সোজাসুজি গতি করত তন্মুখে ষে পেন্শিল থাকে তদ্বারা ঐ কাগজ প্রেসিত হয় তাহাতে ঐ কাগজে বাম ও দক্ষিণদিগে কসির মত দাগ হইবেক, যদি ঐ কাগজ কিছু টেড়াভাবে রাখা যায় তাহাতে বক্ৰদাগ হইবেক এবং যখন পূৰ্ব্ব কথিত ক, ঙ, তারে বিদ্যুতের গতি হয় না, তখন ঐ কাগজে সোজ দাগ পড়ে । - ১৯৩ । এতাবত যে ভাবে কাগজ রাখা যাইবে সেই ভাবে তদুপরি রেখা পড়িবে কিন্তু এই ব্যাপার বিদ্যুতীয় যন্ত্রের দ্বারা কিৰূপে সমাধ ইয় তাহা লিখিতেছি ।
- [আপেনডিক্সের চতুর্দশ আকৃতি দৃষ্টি করহ ]]
ঐ চিত্রাকৃত আকৃতির যন্ত্রের দ্বারা এইৰূপে হস্তাক্ষর দশান য়ায় ।