এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৭২; ইলেকট্রিক টেলিগ্রাফ । করিতে হয়—কিৰূপে কাগজ ভিজাইতে হয়— কিৰূপ ডেক্সের আবশ্যক আছা পূর্বে সংক্ষেপে লিখিয়া এক্ষণে তদ্বারা এক ষ্টেসনহইতে অন্য ষ্টেসনে ঐ লেখা কিৰূপে দৃষ্টি হয় তাহ প্রকাশ করিতেছি । - ২০৪ । যে ডেক্সের কথা লিখিয়াছি তাহ ধ|তুনিৰ্ম্মিত এবং তাঁহার বেড় (২০) কুড়ি ইঞ্চি, ঐ ডেক্সের মধ্যস্থলে ইস্কুপ থাকে এবং সেই ইস্ক্রুপ অবলম্বনে তাহ ঘুরে এবং তন্নিয়ভাগে মোট গোল রুল থাকে। . যদি বল যে তাহা কিৰূপে ঘুরে ? ২০৫ । তদুত্তর এই যে, নিম্নে সরু রুলের সহিত চাকা থাকে সেই চাকা ইসৃপ্রিঙ্গের জোরে ঘুরিলে ঐ ডেক্সও ঘুরিয়া,থাকে । . ২০৬ খখন যে ষ্টেসনের যন্ত্রপরিচালকগণের যেৰূপু ইচ্ছা হয় তিনি তদ্রুপে ঐ ডেক্স ঘুরাইতে পারেন । ২•৭। ঐ ডেক্সের মধ্যস্থলের কিছু দূরে ইস্ক্রুপের দ্বারা পূৰ্ব্ব কথিত ইস্পাতের বা তামার । শলাকায় কলম বদ্ধ থাকে ।