Sq\o ইলেকট্রিক টেলিগ্রাফ । জেনরল বাহাদুর যখন হুকুম করেন, তখন কোন রেল রোড কোম্পানি রেল রোডের নিকটে আপনারদের জমীর উপর ইলেকটিক টেলিগ্রাফের শীক বসাইতে গবৰ্ণমেণ্টকে অনুমতি দিবেন আর সেই টেলিগ্রাফের স্থাপন ও ব্যবহার হইবার জন্যে যুক্তিসিন্ধর্মতে সাহায্য করবেন ইতি । - শ্ৰীযুত গবর্নর -জেনরল বাহাদুর গবর্ণমেণ্টের টেলিগ্র:ফের কার্য্য চালাওনের বিধি কfরতে পরিবেন ।] ৬ ধারা । হজুর ੀਾਂ শ্ৰীযুত গবর্নর জেনরল বাহদুর, গবৰ্ণমেণ্টের স্থাপিত ইলেকটিক টেলিগ্রাফের কার্য্য চালাইবাপ্ল নিমিত্তে, এই আইনের অসঙ্গত না হয় এর্মত বিধি সময়ে ২ করিতে পরিবেন । এব^ যে বিধান ও নিয়ম ও নিষেধক্রমে সকল সম্বাদ ও সঙ্কেত চালান যাইবেক তাহা ঐ বিধিতে নির্দিষ্ট করিতে পারবেন ইতি । {কোন ক্ষতি কি এপার্কসানের বিষয়ে গবর্ণমেণ্ট দায়ী হই বেন না ।] {. ৭ ধারা । কোন সম্বাদ ইলেকটিক টেলিগ্রাফের কোন সিরিশতার ভারপ্রাপ্ত কোন ব্যক্তিকে চালাইবার জন্যে দেওয়া গেলে, সেই ব্যক্তি সেই সম্বাদ শুদ্ধরূপে ন চালাইবাতে ষে কোন ক্ষতি কি নেকিসান হয় তদ্বিষয়ে গবর্ণমেণ্ট দায়ী হইবেন না । এবং সেই প্রকার কোন ব্যক্তি সেই প্রকfর কোন ক্ষতি কি নোকসানের দায়ী হইবেক না, কেবল যদি সেই ব্যক্তি অমনোযোগ কি ঈর্ষা কি প্রবঞ্চনাপূৰ্ব্বক ঐ ক্ষতি কি নোকসান করায় তবে সে দায়ী হইবেক ইতি । [টেলিগ্রাফের দফরখানায় কোন ব্যক্তির অপ্রয়োজনমতে ন! গমনের কথা ।] f দ্ব ধারা । যদি কোন ব্যক্তি অনুমতিবিন গর্বর্ণমেণ্টের টেলিগ্রাফের দফরখানায় প্রবেশ করে, কিম্ব সেই স্তেরখা-নfম_fনয়ছে_কোন কাৰ্য্যকারক কি চাকর তাহাকে ঐ দস্তুর
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।