পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Ꮔb← ইলেকট্রিক টেলিগ্রাফ। পরিশ্রমসহিত কি পরিশ্রমবিন কয়েদ হইবার, কিম্বা জরীমানী দিবার, অথব: ਚੈਲੇ দণ্ডের যোগ্য হইবেক ইfত । অসদাচরণের দণ্ড ।] ১২ ধারা । এমত কর্মে নিযুক্ত থাকিয় যে কেহ মাতলামী কি অমনোযোগ, কিন্তু র্যাহাতে কোন সম্বাদ নিৰ্ব্বিস্ত্র রূপে পাঠাইবারু কি পছুছিবার সঙ্কট হয় এমত অন্য অসদাচরণের দোষী হয়, কিন্তু এমত কোন স্মাদ পঠাইতে কি পহুছাই স্না দিতে টালমটাল কি বিলম্ব কুরে, এমত প্রত্যেক ব্যক্তি ડીઝ শত টাকার অনধিক জুরীমানার যোগ্য হইবেক ইতি । ! গবর্ণমেণ্টকে খরচ না দেওয়া গেলে সম্বাদ পঠাইবার 質s i} ** _ ১১ ধারা । যে সমান পাঠাইবার নির্দিষ্ট খরচ না দেওয়া গিয়াছে এমত কোন সম্বাদ, যে কেহ উক্ত কর্মে নিযুক্ত থাকিয়া, গবর্ণমেণ্টকে প্রবঞ্চন করিবার অভিপ্রায়ে, ইলেকট্রিক টেলি, গ্রীফের দ্বারা পাঠায়, সেই ব্যক্তি দুই বৎসরের অনধিক মিয়াদে পরিশ্রমসহিত কি পরিশ্রমবিনা কয়েদ হইবার কিয়! ক্তরীমানা দিবার অথবা উভয় দণ্ডের যোগ্য হইবেক ইতি । [কfলপত সম্বাদ পাঠাইবার দণ্ড } ১৪ ধারা। যে কেহ কোন সম্বাদ মিথ্যা কি কল্পিত জানিয়; গবর্ণমেণ্টের স্থাপিত ইলেকট্রিক্ট টেলিগ্রাষ্ণের দ্বারা প্রবঞ্চন কি ঈর্ষাপূর্বক প্রেরণ করে কি প্রেরণ করায় সেই ব্যক্তি দুই বৎসরের অনধিক মিরাদে কুঠিন পরিশ্রমসঙ্কিত কি পরিশ্রমবিনা কুয়েদ হইবার কি জরীমানা দিবার অথবা উভয় দণ্ডের যোগ্য হইবেক ইঞ্জি । ইউরোপীয় ব্রিটনীয় প্রজাভিন্ন ব্যক্তিরা দণ্ডের যোগ্য হইবেক ।] ** ১৫ ধারা । ইউরোপীয় ব্রিটনীয় প্রঞ্জা না হইয়া,যে কোন . ব্যক্তি শ্ৰীশ্ৰীমতী মহারাণীর সুপ্রিম কোর্টের এলাকার সীমা