bo ইলেকট্রিক টেলিগ্রাফ। এবং অধুনা বা কেনই হইতেছে? তাহাতে এইমাত্র বলা যাইতে পারে যে যৎকালে পরমেশ্বর জলের ও বহ্নিয় এবং তাপকের স্বষ্টি করিয়াছেন তৎকালাবধি জল বহ্নি বা তাপকের দ্বার ফুটিত বা উত্তাপিত হইয়া বাষ্প ভাবপন্থ হইয়া থাকে কিন্তু উক্ত বাপের যে ঈদৃশশক্তি তাহা মনুষ্যের উপলুব্ধ ছিল না। যদবধি বাম্পের পরাক্রম প্রকাশ পাইয়াছে তদবধি বাপ সহকারে নানা প্রকার অসাধ্য সাধন হইতেছে (তাহার দেদীপ্যমান প্রমাণ রেলওয়ে প্রভৃতি) ইহাতে কি বাম্পের পরাক্রম অধুনা হইল, না, পূৰ্ব্বাপর এই ৰূপই সিদ্ধ পরাক্রম ছিল ? তদ্রুপ তড়িতের প্রভা মনুষ্যের বুদ্ধির অগম্য থাকাপ্রযুক্ত এপর্য্যন্থ তদ্বারা কোন কৰ্ম্ম হয় নাই পরে আমেরিকা দেশজাত শ্ৰীযুত ফ্রাঙ্কলিলনামূক একজন সাহেব ঘুড়ির সহকারে বিদ্যুতীয় প্রভা প্রথমতঃ মমুষ্যের অনুমানের অধীন করিয়াছিলেন। (তদ্বিবরণ আমরা উপযুক্ত স্থলে প্রকাশ করিব) সেই মহাত্মা পরলোকগামি হইলে পরে অনেকানেক পণ্ডিতেরা তড়িতের বিষয় অনুসন্ধান, করিয়৷ অধুনা কৃত
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।