পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ ইলেকট্রিক টেলিগ্রাফ। ওয়াপোসের নিমিত্তে যে স্থান ও সময় নির্দিষ্ট হইবেক সেই স্থানে ও সময়ে আপনার হাজির হইবার বিষয়ে যদি সেই ব্যক্তি ঐ কাৰ্য্যকারকের হৃদ্বোধমতে জামিন দিতে পারে, তবে তাহাকে কয়েদ করা যাইবেক না এবং ঐ কাৰ্য্যকারক ঐ জীমিন মুচলকীস্বরূপ কি অন্য প্রকারে লইতে পারেন । এবং ঐ পরওয়ানা ওয়াপোস হইলে যদ্যপি দুষ্ট হয় যে ঐ জরীমানা যাহাতে আদায় করা যায় ক্রোক করিবার প্রচুর এমত কোন দুৰ্য পাওয়া যায় না এবং যদি ঐ ফরমান তৎক্ষণাৎ না দেওয়া যায়, অথবা যদ্যপি ঐ অপরাধির স্বীকারক্রমে কিম্বা অন্য প্রকারে ঐ কার্য্যকারকের হৃদ্বোধমতে দুষ্ট হয় যে ক্ৰোকী পর ওয়ান! জারী হইলেও যাহাতে ঐ জরীমানা কি টাকা হইতে পারে ঐ ব্যক্তির এমত প্রচুর কোন মাল ও অস্থাবর "সম্পত্তি নাই তবে এমত কোন কার্য্যকারক আপনার দন্তখৎকরা পরওয়ানাক্রমে অপরাধিকে কয়েদ করিতে পাfরবেন । এবং যদি জরীমানা পঞ্চাশ টাকার অনধিক হয় তবে দুই মাসের অনধিক কোন মিয়াদে, ও যদি জরীমানা এক শত টাকার অনধিক হয়ন্সের চারি মাসের অনধিক কোন মিয়াদে, এবং অন্য কোন গতিকে ছয় মাসের অনধিক কোন মিয়াদে ঐ ব্যক্রিকে কেবল কয়েদ কর বাইবেক, কিম্বা ঐ কার্য্যকারকের বিবেচনামতে কয়েদ করা যাইবেক ও তাহার কঠিন পরিশ্রমও করিতে হইবেক । পূৰ্ব্বোক্ত কোন গতিকে, জরীমানার টাকা দেওয়া গেলে,কয়েদের শেষ হইবেক ইতি । কোম্পানি বাহাদুরের য়ে কোন চাকর ভিন্নাধিকার দেশে এই আইনের বিরুদ্ধে কোন অপরাধ করে তাহার দণ্ড করিতে ক্ষমতার কথা ।] ২১ ধারা । কোম্পানি বাহাদুরের সহিত যে ভিন্ন দেশীয় রাজার কি ভিন্নাধিকারের সন্ধি আছে তাহার দেশের মধ্যে যদি উক্ত কোম্পানিকর্তৃক ইলেকট্রিক টেলিগ্রাফের সংস্থাপিত