পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> S ইলেকট্রিক টেলিগ্রাফ। ত্রের যেরূপ অবয়ব অর্থাৎ দীর্ঘ ও প্রস্ত ও উদ্ধ বং স্থানাধিকারকরণের ক্ষমতাপ্রভৃতি গুণ ও শক্তি আছে, সেইৰূপ আকর্ষণ শক্তিও আছে, যাহা ইংলণ্ডীয় স্যার আইজ্যাক নিউটননামক এক জন প্রধান পদার্থ তত্ত্বজ্ঞ পণ্ডিত প্রকাশ করিয়াছিলেন, বিশেষতঃ আম্মদেশমান্য শ্রীতিতেও আকর্ষণ বিষয় এইৰূপ প্রকাশ আছে যথ “আকৃষ্ণেণ রজসা” ইত্যাদি । আকর্ষণ এক বিশ্বব্যাপক অনুপম শক্তি, যে শক্তি অতি ক্ষুদ্রতম ও সুক্ষ পদার্থ অবধি অতি স্থূলতম পদার্থপর্য্যন্ত ব্যাপিত আছে, একারণ অতি স্থল স্বৰ্য্য মণ্ডলঅবধি অতি লঘু বায়ু পদার্থপর্য্যন্ত ইহারা পরস্পর সকল দ্রব্য ও পদার্থকে স্ব স্ব মুখে আকর্ষণ অর্থাৎ টানিয় থাকে, তবেই যাবদীয় বস্তু মহত্ত্ব ও ক্ষুদ্রতানুসারে \পরস্পর আকর্ষণ করিয়া থাকে এবং আকৃষ্ট হইয় থাকে । এই আকর্ষণ, শক্তি যদিও বস্তুগত্যা একই তথাপি পদার্থতত্ত্বজ্ঞ পণ্ডিতগণ সেই আকর্ষণকে প্রকার ভেদে এইৰূপে বিড়াগ করিয়াছেন যথা,