পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> ইলেকট্রিক টেক্ট্রিগ্রাফ। তাহা না ডুবিয়া ঐ নিঃক্ষিপ্ত তুলা উপযুক্তকালে ডুবিয়া যায়, সেইৰূপ কোন উচ্চস্থলহইতে অথবা ছাদহইতে কাপড় বা কাগজ কিম্বা অপর কোন দমে হালকা দ্রব্য নীচে নিঃক্ষেপ করিবারকালীন তাহা জড়িয়া বা কুঞ্চিত করিয়া ফেলিয়া দিয়া থাকে (এইৰূপ করিয়া ফেলিবার কারণ অনেকে জ্ঞাত নহেন) যেহেতু সেইৰূপ লুটি করিয়া না ফেলিলে ঐ কাগজ ইত্যাদির প্রস্থতার আতিশয্য থাকাপ্রযুক্ত অধিক বায়ু তাহার প্রতিবাদী হয়, লুটি বা কুঞ্চিত করিলে অল্প পরিসরতাপ্রযুক্ত অল্প বায়ুতে বাধক হয় সুতরাং শীঘ্র পড়ে। সেইৰূপ জলে নিঃক্ষিপ্ত পয়সা ও তুলার বিষয়েও জানিবেন। বায়ুনিঃসরিক (Air Pump) যন্ত্র সহকারে বায়ু শুন্য করিয়া তন্মধ্যে একটি টাকা ও একটু ভুল নিঃক্ষেপ করিলে ঐ দুই দ্রব্য সমকালে পতিত হইয়া থাকে, একারণ ভারবদাকর্ষণ যে সমস্ত দ্রব্যে সমভাবে স্থিতি করিয়া থাকে তাহাতে আর সন্দেহ করা যাইতে পারে না। আকর্ষণ শক্তিতে দ্রব্যের ভার জন্মায়, যদি এই