২২ ইলেকটিক টেলিগ্রাফ। প্রভাবে কঠিন ও দ্রব দ্রব্যাদি আকৃতি ভাবাপন্ন হইয়া আছে। যদি পরমাণুতে এই আকর্ষণ শক্তি না থাকিত তবে কোন দ্রব্য আকৃতি বিশিষ্ট হইতে ও থাকিতে পারিত না। যে দ্রব্যেতে সমবেতাকর্ষণের যত আধিক্য সেই দ্রব্য তত কঠিন ও তত ঘন, যে দ্রব্যেতে সমবেতাকর্ষণ যত অলপ সেই দ্রব্য ততই সুক্ষ ও পাতলা। এতাবত পরমাণুবিশেষে যে সমবেতাকর্ষণের প্রভাবের বিশেষ আছে এমত নহে, তথাপি যে কোন দ্রব্য কঠিন ও কোন দ্রব্য কোমল ও কোন দ্রব্য স্থম্মম হয় তাহার কারণ তাপক (উত্তাপ) যে দ্রব্যে বা পদার্থে উত্তাপের ভাগ অধিক থাকে সেই দ্রব্য সুক্ষ বা পাতলা হয়, যথা জল স্থল বায়ু, ইহার মধ্যে যে, কেহ কঠিন কেহ কোমল কেহ সুক্ষম হয় তাহার কারণ আকর্ষণের দ্বারা বকল্প এক পরমাণু অন্য পরমাণুকে নিকটে টানে, সেইৰূপ তাপক পরস্পর পরমাণুর সংলগ্ন হওয়া শক্তির প্রতিকুলত করিয়া থাকে। তাপকের দ্বারা কখন বস্তুর স্বাভাবিক অঙ্কিারের বৃদ্ধি ও তাহ কখন গলিত কখন গণঢ় কখন বাপময় হয়ী
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।