ミッ ইলেকট্রিক টেলিগ্রাফ। ঐ লাউর নিকটে বিলক্ষণমতে ফেলানেল কাপড়ের দ্বারা মাজ একখণ্ড কঁাচ বা গ্লাস লইয়া গেলে, ঐ কাচ খণ্ড ঐ লাড়ুকে স্বাভিমুখে এৰূপে টানিয়া আনিবে, যে তাহ। ঐ গ্লাসোপরি কতক ক্ষণের নিমিত্তে একেবারে লাগিয়া থাকিবে, আবার ঐ গ্লাসে অঙ্গুলিস্পর্শ না হয় এমত করিয়া ঐ প্লাস ঐ লাউর নিকটহইতে সরাইয়া লইয়া পুনঃ ঐ প্লাস ঐ লাষ্ট্রর নিকটে পূৰ্ব্বমত রাখা হইলে ঐ লাষ্ট্র বা গোল ঐ গ্রাসের অভিমুখে পূৰ্ব্বে যেৰূপ আসিয়াছিল সেন্ধপ অগ্রবর্তী না হইয়া পশ্চাৎবর্তী হইবে প্রত্যুত ঐ গোলাতে অঙ্গুলিস্পর্শ করত তাহার বিদ্যুতীয় প্রভার অভাব করিয়া ঐ গোলার নিকট যিদু্যদ্ভুদ্দীপ্ত, একখণ্ড গালা লইয়া যাওয় হইলে ভাহাতে ঐ গোল। প্রথমে আকৃষ্ট হইয়। পরে পশ্চাত্ত হটিবে, এই শক্তির নাম অম্বাকর্ষণ জানিবেন ]ি s ১২ । কোন২, দ্রব্য অপরাপর দ্রব্যাপেক্ষ উদ্দীপ্ত পদার্থেতে অধিককাল সংলগ্ন থাকে। ১৩ । ধাতু নিৰ্ম্মিত দ্রব্য উদ্দীপ্ত পদার্থকে
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।