পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ ইলেকট্রিক টেলিগ্রাফ। করিয়া থাকে উদ্দীপ্ত গ্লাস করণক বিদ্যুন্ময় গোলাকে উদ্দীপ্ত গলি। আকর্ষণ করিয়া থাকে এতাবত যদিও বিদ্যুৎ দুই ভাবে বিভক্ত হই য়াছে, তথাপি তাহা একই জানিবেন। ২২। তবে তাহার বিশেষ এই, যে যৎকালে এই দুই জাতীয় বিদ্যুৎ একত্র থাকে তৎকালে তাহার ক্রম, বিশেষ হয়, পৃথকৃ২ থাকিলে তদুভয়ের ক্রম, সমতুল্য হইয় থাকে । , যখন একত্র থাকে তখন তাহাদিগের এমত বিপরীত ক্রম হইয় উঠে, যে তদ্বারা এমত বিবেচনা করা যায় না যে একই বিদ্যুতীয় সাধনের দ্বারা এৰূপ বৈষম্য কাৰ্য্য হইতেছে (যেমত কিমিয়। বিদ্যায় উক্ত, আর আর ক্ষারের বিশেষ প্রকাশ আছে) । ] * , ২৩। কথিত ' দুই জাতীয় বিদ্যুৎ পৃথক থাকিলে সর্ম ক্রম, এবং একত্র থাকিলে যে বিঘম ক্রম ক্ষয় তাকার দৃষ্টান্ত এই, একখণ্ড গ্লাস রেশমি কাপড়ে ঘষিলে ঐ গ্লাসে যত টুকু বিষম

  • অম্ল ও ক্ষার কি, তাহ ৩৯ পরিচ্ছেদের নোটে প্রকাশ করিয়ছি ।