○ ゲ ইলেকট্রিক টেলিগ্রাফ. জন্মাইবে । সীসার উপর লৌহ ঘষিলে লোহে সম এবং সীসায় বিষম প্রভ হইবেক ।] যদিও আমরা বিদ্যুতের সম বিষমাবস্থার কথা পূৰ্ব্ব দৃষ্টান্তদ্বারা প্রকাশ করিয়াছি, তথাপি তাহাতেও অনেকের বুঝিতে কষ্ট জন্মাইতে পারে এই আশঙ্কাক্রমে পুনরুক্তি করিতেছি যে, যে বস্তুতে স্বভাবতঃ মত পরিমাণের যত বিদ্যুতীয় প্রভা থাকিতে পারে, সেই বস্তুতে উপায়ক্রমে তদধিক বিদ্যুৎ প্রবিষ্ট হইলে সেই দ্রব্য বিদ্যুতীয় সম প্রভাস্থিত এবং যে বস্তুতে যত প্রভ{ থাকে সেই বস্তুহইতে সেই প্রভার কিয়দংশ উপায়ক্রমে নীত হইলে তাহ বিছু্যতীয় বিষম প্রভান্বিত বলা যায় জানিবেন ।] ২৬. দ্রব্যের বিদ্যুতীয় সমবিষমাবস্থার নির্ণয় করিবার কারণ - ( Electrometers ইলেকটুমেটার) অর্থাৎ বিদ্যুৎ পরিমাপক যন্ত্র আছে । দুইদ্রব্যেতে এক জাতীয় বিদ্যুৎথাকিলে ঐ দুই দ্রব্য ঐ যন্ত্রের দ্বারা পরীক্ষা করিলে সেই দুই দ্রব্য পরস্পর অস্বাকর্ষণ করিবে (দুই দ্রব্য মুখ৷ মুখি না আসিয়া পশ্চাৎ হটিয়া যাইবে )
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।