এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ইলেকট্রিক টেলিগ্রাফ । ゞジ。 বিদ্যুৎ পরিমাপক যন্ত্র । ELECTROMETER.S. ২৭। কেবল মাত্র একটা গ্লাসের চুঙ্গির মধ্যে পিতলের তারে দুই খণ্ড সোণার পাত লম্বিতৰূপে সংযুক্ত। এই ভাব ও আকৃতির যন্ত্রের নাম বিদ্যুৎ পরিমাপক যন্ত্র । যখন যন্ত্রস্থ ঐ দুই খণ্ড সোণার পাত বিদ্যুতে ব্যাপৃত না থাকে তখন তদুভয়পরস্পর লগ্ন থাকে, যখন ব্যাপৃত থাকে তখন ভিন্ন হইয়া যায়, ক্লিন্ত সেই যন্ত্রের দ্বার। বিদ্যুতের সমবিষম্যৰস্থ৷ জানিতে হইলে ঐ যন্ত্রের নিকট একখানা ঘষা গাল। (লাহ) আনিতে হইবে। যদি ঐ গালায় বিদ্যুতীয় বিষম প্রভা থাকে তুবে যন্ত্রস্থ જે দুই খান সোণার পাত পরস্পর পশ্চাতে অধিক ছটিয়া যাইবে (অস্বাকৰ্ষিত হইবে) যদি ঐ গালায় বিদ্যুতীয়-সমতাবস্থা থাকে। তবে ঐ দুইখান। সোণার পাত সন্নিহিত হইবে । च २.