পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। 82 দিক অনিকটবর্তি থাকিবেক সেই ভাগে অনুকুল চিহ্ন প্রকাশ পাইয়া ঐ বিদ্যুৎবিহীন দ্রব্যের মধ্যে বিদ্যুতীয় প্রভার সঞ্চার হইয়া ঐ দ্রব্য পরস্পর আকর্ষণ ও প্রত্যাকর্ষণ করিবে” অথবা সমবিষম প্রভান্বিত ছুই জাতীয় দ্রব্য যথাসম্ভবৰূপে নিকটানিকটি থাকিলে বিদ্যুতীয় সমপ্রভান্বিত বস্তুর প্রভ। বিষম প্রভান্বিত বস্তুতে প্রবিষ্ট হইবে এবং বিষম প্রভান্বিত বস্তুর প্রভা সম প্রভান্বিত বস্তুতে প্রবেশ করিবে ।] [ৰ্যাহারা বিদ্যুতের আকর্ষণ শক্তির বিষয় অনুভব করিতে শক্ত হইবেন না, তাহাদিগের (২৮ পরিচ্ছেদোক্ত বিষয়) স্পষ্ট বোধার্থ লিখিতেছি, যে সমান দুই খণ্ড স্থজম রেশমি স্থত্রে দুইট ছোট২ গঁদের (বাবলাপ্রভূতির আট বিশেষ) গুলি (তন্মধ্যে একটা গুলিকে সোণগুলি দিয়া মণ্ডিত করিতে হইবেক এবং একুটি গুলি অমনি থাকিবেক)এমত করিয়া ঝুলান যায় যেন তদুভয়ে অতিদূরে না থাকে তদন্তে ঐ দুইটিগুলির সমীপে কথিতমত বিদ্যছন্দীপ্ত গ্লাস . বা গাল লইয়া গেলে যে গুলি-সোণার পাতে মণ্ডিত তাহা ঘ তু