এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8ર ইলেকট্রিক টেলিগ্রাফ। তৎক্ষণাৎ অতিবেগে ঐ উদ্দীপ্ত শলাকায় বা গালায় আকৰ্ষিত হইবে এবং যে গুলিতে স্বর্ণপাত মণ্ডিত নাই তাহা তদ্রুপ বেগে আকৰ্ষিত হইবে না, কারণ স্বর্ণ মণ্ডিত গুলি বিদ্যুৎ প্রকাশ করণের শক্তিবিশিষ্ট এবং যে গুলিতে সোণ! মোড়া নাই তাহার বিদ্যুৎ প্রকাশ করণের ক্ষমতা না থাকিলেও তাহী ক্রমে২ স্বর্ণ মণ্ডিত গুলিরমত প্রভান্বিত হইয়। ঐ গ্লাসের দ্বারা অtকর্ষিত হইবে। যদিও তাহ বিলম্বে আকৰ্ষিত হয় বটে, তথাপি তাহ ঐ কাচে বা গালায় অনেক ক্ষণ লগ্ন থাকে এবং তাহার প্রতি ঐ কঁাচ ব৷ পালা যে আকর্ষণ শক্তি প্রকাশ করে তাহার শীঘ্র হ্রাস হয় না, আর যে গোলায় সোণার পাত মোড় তাহা যদিও ঐ কাচের বা গালার দ্বারা শীঘ্ৰ আকর্ষিত হয়, তথাপি যেমত শীঘ্ৰ আকৰ্ষিত হয় সেই মত শীঘ্ৰ ঐ কাচের দ্বারা প্রত্যাকৰ্ষিত হইয়া যায় ]