পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটি ক টেলিগ্রাফ। 8& শলাকা জানিবেন) এই বিদ্যুৎ সাধক শলাক যতবড় ততবড় একটা কোমল চৰ্ম্মের (প্রস্তুত কুর মেষচৰ্ম্ম) গদি ঐ চুঙ্গির দুই পাশ্ববৰ্ত্তি দুইটা পূৰ্ব্বোক্ত শলাকার মধ্যে এক শলাকার এক মুড়ায় থাকে, কিন্তু যেমত খাটের গদিতে পাট শোণ ও তুলা পূরিত থাকে এই যন্ত্রের গদিতে সেন্ধপ না হইয়া তন্মধ্যে চুল অথবা পশম পূরিত থাকে। এই প্রতিকৃতিতে যেঙ, চিহ্ন আছে সেই ইষকুপের দ্বারা ঐ গদি বিলক্ষণমতে চুঙ্গির উপর কসিয়া বৈশে, এবং ঐ গদির যে কিনারা ঐ চুঙ্গির উপরদিগে থাকে সেই কিনারহইতে ঘ, চিহ্নিত একখানা তেল। অতি পাতলরেশমি কাপড় লম্বাদিগে ঝুলে । বলদের পিঠে যেৰূপ ছাল থাকে, সেইৰূপ ঐ রেশমি কীপড় ঐ চুঙ্গির উপর থাকে; এবঞ্চ চুঙ্গির য়ে স্থানে ঐ গদি থাকে, সেই স্থানে পারায় জমাটর্কর রাঙ্গের পাত শূকরের চরবিযুক্ত করিয়া দেওয়া থাকে ] ৩০। ঐ যন্ত্রের প্রধান বিদ্যুৎগমন বাধকদ্রস্ত (নলের আকার যে একটা) চুঙ্গি থাকে, তদুপরি,