পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। ভাগে বিদ্যুতের সঞ্চার হয়, একারণ তাহ ফাঁপা, তদুপরিভাগ পিতল বা তাম ব! রাঙ্গ অথবা সোণার পাতলা পাতে মোড় থাকে, এবং ঐ চুঙ্গিতৃে পেন কলম প্রবেশ হয় এমত ঘরা থাকে সেই ঘরায় লৌহের শিকল যুক্ত থাকে। কোন২ মন্ত্ৰে এৰূপ শিকল থাকেও না ।

  • مممممبہم مساس-سسم مہسمہ

যেৰূপে ঐ যন্ত্রের কার্য্য হইয়। থাকে । ৩১। ঐ যন্ত্রের যে হাতল আছে তদ্বার। ঐ গোল স্তম্ভাকার চুঙ্গি চক্রের মত ঘুরে, তাহাতে ঐ চুঙ্গির উপরিস্থিত কথিত গদিতে চুঙ্গির ঘর্ষণ হয়, সেই ঘর্ষণে ঐ গদিহইতে ঐ গ্রাসের কঁপি চুঙ্গিড়ে ৱিদ্যুতের সঞ্চার হয়, তাহাতে ঐ গদিতে বিদ্যুতীয় বিষম প্রভা এবং চুঙ্গিতে বিদ্যুতীয় সম প্রভ জন্মায় (বিদ্যুতের সম বিষম લઃ લા રંના ૨૦, ૨૨ | ૨૭ | ૨૭ | ૨૯ !, পরিচ্ছেদে প্রকাশ করিয়াছি ।)