ইলেকট্রিক টেলিগ্রাফ। ৪৭ [স্তম্ভাকার চুঙ্গি যত ঘূর্ণিত হয় ততই তাহার চতুদিগে বিদ্যুতের সঞ্চার হইয়া থাকে কিন্তু তদুপরি (৩০ পরিচ্ছেদের লিখিতমত) রেশমি কাপড়, জড়ান থাকাপ্রযুক্ত ঐ বিদ্যুৎ নিঃস্থত হইতে না পারিয়৷ পূৰ্ব্বোক্ত ধাতুনিৰ্ম্মিত বিদ্যুৎ গমন সাধক শলাকার নিকটে ক্রমে যত আইসে ততই ঐ শলাকার বিদ্যুৎ গমন সাধক শক্তি থাকাপ্রযুক্ত সমস্ত বিদ্যুতীয় প্রভা (২৯ পরিচ্ছেদের লিখিত যন্ত্রের প্রধান বিদ্যুৎগমন সাধক নলের মত চুঙ্গিতে) নীত হইয়া (২৮ পরিচ্ছেদোক্ত চুঙ্গির উভয় পাশ্ব স্থ বিদ্যুৎ গমন সাধক শলাকায়) বিদ্যুৎবিহীন হয়, তাহাতে চ; চিহ্নিত হালকা গোল ক্ষয় পরস্পর আকর্ষণ ও অম্বাকর্ষণ করিয়া থাকে ] ঐ যন্ত্রের এইৰূপে কতৃকক্ষণ গতি হইতে হইতে বিদ্যুতীয় প্রভার ক্রমশঃ অভাব হইলে তাহা আবার বিদ্যুন্ময় করিতে,৩০ পরিচ্ছেদে যে শিকলের কথা উক্ত হইয়াছে তাহ কিম্বা অন্য ধাতু নিৰ্ম্মিত তার ঐ গদিতে সংযুক্ত করিয়া ভূমিতে স্পর্শ করাইলে পুনঃ ঐ পরিচ্ছেদোক্ত নলের আকার চুঙ্গিতে বিদ্যুৎ সঞ্চার হই
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।