ইলেকট্রিক টেলিগ্রাফ । ○ অচৈতন্য বস্থায় থাকিবে এবং ঐ অবস্থায় খাকাতেও যদি ঐ যন্ত্র তাছাকে স্পর্শ করাইয়। চালান যায় তাহাতে র্তাহার প্রাণ ত্যাগ হইবে । সৰ্ব্বাপেক্ষ দেহের অন্তরে যে সমস্ত অতি স্থান শিরক আছে, তদুপরি বিদ্যুতীয় পরাক্রম প্রচণ্ডৰূপে বোধ হইয়া থাকে কেননা উপরোক্ত পাত্রের সহিত কোন মনুষ্যের মস্তক সংশ্রব রাখিয়৷ বিদ্যুতীয় যন্ত্র চালান হইলে সেই ব্যক্তির বিদ্যুতীয় আঘাতের দ্বারা স্মারকতা শক্তির সম্পূর্ণ ৰূপে বিলেপ হইবে এবং তাছার দর্শন শক্তির লাঘব হইয়। যাইবে । মস্তকের সহিত.যোগ না রাখিয়া কেবল মেরু দণ্ডের সহিত ঐ ঘন্ত্রের যোগ রাখিয়া যন্ত্র চালান হইলে ঐ, ব্যক্তির দেহস্থ মাংসপেষীর বলের লাঘব হইয়। সে পড়িয় যাইবে, এইৰূপে স্থান বিশ্বেষ স্পর্শপুৰ্ব্বক ঐ যন্ত্র চালাইলে বিশেষ২ ফল দৃষ্ট হইয়। থাকে । - ক্ষুদ্রই জন্তু যথা উন্দুর, ভেক, চোঞ্চ পক্ষী, একবার ঐ যন্ত্রের বিদ্যুতীয় আঘাত প্রাপ্ত হইলে W R. .
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।