পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ ইলেকট্রিক টেলিগ্রাফ। মরিয়া যায়। জড় পদার্থে বিদ্যুতীয় সাধনের অন্য প্রকার ক্রম যথা—তিন বুরুল লম্বা এক বুরুল প্রশস্ত এমত তিন খণ্ড সার্ষি ভাঙ্গ সারিং করিয়া রাখিয়। তন্মধ্যে দুই খণ্ড স্বর্ণের পাত (সোণলি) কিম্ব পিতলের পাত (জগজগ) এই অবস্থায় রাখিতে হইবে যেন তাহ ঐ শারিবন্দী সার্ষি খণ্ড অপেক্ষ কিছু লম্বা হয়। এই দুই দ্রব্য এই ভাবে রাখিয়া পূৰ্ব্বোক্ত লেইডেন পত্রের দ্বারা ঐ স্বর্ণ বা জগজগার মধ্যে বিদ্যুতীয় প্রভা প্রবেশ করাইলে ঐ স্বর্ণ বা জগজগ৷ দ্রব হইয়া সার্ষির সর্বাবয়বে যে সমস্ত স্বার্তাবক ছিদ্র আছে তন্মধ্যে প্রবিষ্ট হইবে, এবং ঐ স্বর্ণ পাত্রের পাশ্ববৰ্ত্তি আর যে দুই খান সার্ষি ভাঙ্গ তাহা খণ্ড২ হইয়া, ভাঙ্গিয়া যাইবেক, এতাবত কেবল মধ্যের খান অস্তি থাকিয় তাহার সর্বাবয়বে স্বর্ণরেত দৃষ্টি হইবেক । স্বভাবতঃবিদ্যুতীয় প্রভার পূর্ণত অনেকানেক জন্তুতেও দৃষ্টি হইতেছে, ঐ জন্তু যখন আপন খাদ্যোপযুক্ত অপর জন্তুকে ধৃত করিতে যায় তখন তাহার দেহের বিদ্যুতীয় প্রভার আধিক্যপ্র