এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
む快。 ইলেকট্রিক টেলিগ্রাফ। বোলতাইক বা গ্রাবানিক বিদ্যুৎ । অর্থাৎ দ্রব্যগুণসংযোগাত্মক বিদ্যুৎ উৎপন্ন । - voltaic OR GALVANIC El ECTRICITY. - ৩৫। ইংরাজি ১৭০০ সনের প্রথমে ইটালি দেশীয় গ্লাবানিনামক একজন পণ্ডিত দুই জাতি ধাতু নিৰ্ম্মিত দুইটা শলাক সদ্যমৃত একটা ভেকের দুই পদতলে বিদ্ধ করত ঐ শলাকাদ্বয়ের অপর প্রান্তভাগ পরস্পর স্পর্শ করান, তাহাতে ঐ মৃত ভেকের সর্বাবয়ব কম্পিত হইয়াছিল। - যাহার এইৰূপ পরীক্ষা করিতে ইচ্ছা হইবেক তাহার কর্তব্য যে তিনি ঐ দুই প্রকার দুইটা শলাকার মধ্যে একটা শলাক ঐ মৃত ভেকের দেহের মধ্যে এহ্মপে প্রবিষ্ট করাইবেন যেন তাহার দেহস্থ ক্ষুদ্রই শিরক (মস্তকের নিকট আছে) তাহাতে স্পর্শ হয় এবং অন্য একটা শলাকা মৃত ভেকের দেহস্থ মাংসপেষীতে স্পর্শ হইবেক তদ্বারা মরা ব্যাঙ্গেল মৃত দেহ কম্পিত হইবে।