পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NM) o ইলেকট্রিক টেলিগ্রাফ। গ্মিত যন্ত্রে যতই জোরে বিদ্যুৎ সঞ্চার হউক তাহাতে মনুষ্য বিনাশ হইতে পারে না (বিদ্যুতীয় যন্ত্রের দ্বারা নষ্ট হয়।) {! ৩৭,। , এপক্ষে বিদ্যুতীয় যন্ত্রের দ্বারা ঘর্ষণে ষে পরিমাণে বিদ্যুৎ সঞ্চার হইতে পারে বলত লাহেবের যন্ত্রের দ্বারা তদধিক বিদ্যুৎ সঞ্চার হয় । বিলত সাহেবের কৃত যন্ত্রে অধিক বিদ্যুৎ সঞ্চার হয় বটে কিন্তু তদ্বারা মনুষ্য নষ্ট হয় না কিন্তু বিদ্যুতীয় কলের দ্বারা অলপ পরিমাণে বিদ্যুৎ সঞ্চার হইলেও তদ্বারা মনুষ্যের প্রাণ নষ্ট হয় । এই কথার প্রতি পাঠকবর্গের সন্দেহ জন্মইলেও, জন্মাইতে পারে, একারণ লিখিতেছি যে বিদ্যুৎ সাধারণের দুই ভাব এক জ্যোতিঃ বা রাশি, দ্বিতীয় তেজঃ । ইংরাজিতে এই দুই শব্দco (Quantity) otfi al costfö3 S (Intensity) তেজঃ বলিয়া থাকে ।] ৩৮। যে দ্রব্যেতে যত পরিমাণে যত বিদ্যুতীয় প্রভা থাকে সেই পরিমাণের সংখ্যার নাম