পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ○○ অমু ও ক্ষার । ৪০ - বলত সাহেবের মতে দুই জাতীয় ধাতুর পরস্পর স্পর্শ হইলে বিদ্যুৎ উৎপন্ন হইয় থাকে অর্থাৎ তাহার মতে তাঃ মার উপর রূপ রাখিলে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু একথা কোনমতে সম্ভব হইতে পারে না, য়ে অপর কারণ ব্যতীত কেবল দুই ভিন্ন জাতীয় দ্রব্য সংযোগমাত্রেই বিদ্যুৎ উৎপন্ন করিতে পারে, তবে যে কখনই ঐ ৰূপ ঘটনা হয় তাহাতে আপরাপর কারণের সত্ত্বাসিদ্ধি আছে মানিতে, হুইবে যথা – সোড (Soda ক্ষার বিশেষ) অস্ট্রে নিঃক্ষেপ করিলে কিম্ব একদ্রব্য অন্য দ্রব্য অপেক্ষ উন্ম হইলে তদুভয়ের সংযোগে বিদ্যুতীয় প্রভার প্রকাশ হইয় থাকে । ইহাতে বলত সাহেবের মতানুসারে যে কেবল উভয় দ্রব্যের মিশ্র করণ বিদ্যুতের প্রতি কারণ, তাহ নুহে, তবে উত্তাপ ও দ্রব্য গুঞ্জের শক্তি বিদ্যুৎ উৎপন্থের প্রতি কারণ বলিতুে হইল । * 5 R.