૭8 ইলেকট্রিক টেলিগ্রাফ। [যেহেতু দ্রব্যগুণ সহকারে বলত সাহেবের কৃত যন্ত্রের দ্বারা বিদ্যুতীয় প্রভূ জন্মাইয়া থাকে, একারণ উক্ত পরিচ্ছেদে ক্ষার ও অল্পনামক দুই বস্তুর কথা লিখিতে হইল, কিন্তু অস্মদেশে বহূকালাবধি কিমিয়া অর্থাৎ রসায়ন, বিদ্যার (যে বিদ্যার দ্বারা কোন বস্তুর কোন গুণ কি স্বভাব এবং কোন দ্রব্য সংযোগে কোন বস্তুর উৎপন্ন হয় ক্লান যায় তাহার নাম কিমিয়া বা রসায়ন বিদ্যা বলা যায়) অালোচনা না থাকায় প্রস্তাব ক্ষীর অম্ল দ্রব্য কি, অনেকে তাহার ভাবানুভব করিতে পরিবেন না, অতএব নিয়ম অতিক্রম করিয়া ইংরাজি কিমিয়া পুস্তকে ক্ষরিাদি "ট্রব্যের যেরূপ বর্ণনা অাছে তাহীও লিখিলাম । তদ্বিষয় লিখিলেই যে সকলে আশু বুঝিতে পারবেন এমতও প্রত্যাশা করিতে পারি না “ তবে চেন্টার অসাধ্য কৰ্ম্ম নাই” বিধায়ে যাহার তৎপর হইবেন তাহারা অনায়াসে বুঝিবেন, যেহেতু এই কিমিয়া বিদ্যা ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়া জবনদিগের যত্নে আরব্য দেশে প্রস্থান করত ইউরোপীয় নানা দেশে ভ্রমণ করিবীয় তাহার সহিত ভারতবর্ষীয় লোকের বহুকাল পরিচয় না থাকায় সকলে তাহাকে ভিন্নদেশীয় জ্ঞান করিয়াছেঃ ] ১। এই পৃথিবীতে যে কিছু পদার্থ, বস্তপদ বাচ্য (বস্তু বলা যায়) তাহাদুই প্রকারে বিভক্ত, এক প্রকার চেতন, দ্বিতীয় প্রকার জড় বা অচেতন পদাৰ্থ । ২ । তন্মধ্যে আত্মা চেতন, তদ্ভিন্ন সমস্তই জড় । ৩। সেই জড় দুই প্রকার যথা—সচেতন জড় অণর অচেতন জড় | * ৪ । মনুষ্য পশ্বাদি কীটপ্রভৃতি সাত্মক যে বস্তু। (আত্মা
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।