পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ৬৭ ১৭। এল ক্যালিনামক ক্ষার দুই জাতি, তন্মধ্যে এক জাতি বায়ুর দ্বারা উবিয়া যায় (যেমত কল্প র) সেই ক্ষারকে জঙ্গম ক্ষার বলে এবং স্থাবর ক্ষার বায়ুর দ্বার উবিয়া যায় না । , e * ১৮। এলক্যালিনামক ক্ষত্রের বিশেষ গুণ এই, যে ' গাছের পাতার সহিত তাহার সংযোগ হইলে প্লাভীর নীলবর্ণ গিয়া সবুজ বর্ণ হয় এবং ঐ ক্ষার তৈলের সহিত মিলিত হইলে সোপ বা সাবান জন্মে এবং ঐ ক্ষার বালুকার সহিত মিলিত হইলে তাপযোগে গ্লাস জন্মে । ১৯। পূৰ্ব্বে যে অম্লের কথ'লিথিয়াছি তাহাও ক্ষার যেরূপ তিন-দ্রব্যহইতে (১৬ পরিচ্ছেদ দৃষ্টি করহ) উৎপন্ন হয় সেই তিন দ্রব্যহইতে তাহাও উৎপন্ন হয় (১৫ পরিচ্ছেদ দৃষ্টি করহ।) - ২০ । স্থাবরাদিহইতে উৎপন্ন অক্সর নাম বাইটুল, zifĘGIH, 3 czstātēzē (Vitriol, Nitre, Marine, or Boraic :) - - ২১। বাইট্রলিক অম্ল, গন্ধকহইতে উৎপন্ন হয় একারণ, তাহাকে গন্ধকীক্স বলা যায় । " - ২২। নাইটার অন্ন যবক্ষরত্বইতে উৎপন্ন হয় একরণ তাহাকে যবক্ষরীক্স বলা মায় । • ২৩। মেরাইন অন্ন সমুদ্রীয়লবণহইতে উৎপন্ন হয় একারণ তাঁহাকে সামুদ্রকল্প বলা যায় । ২৪। বোরাইক অল্প সোহ{গtহইতে জন্মায় একারণ তাহাকে সোহাগার অল্প বলা যায় । এতদ্ভিন্ন হরিতালহইতে যে ক্ষার উৎপন্ন হয় তাহাকে শিমুল ক্ষারধলা যায়। ’ --- ২৫y • বৃক্ষজাত ক্ষার দুই প্রকার, এক প্রকার গাছের