পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ ইলেকট্রিক টেলিগ্রাফ । ফল ও পাতায় উৎপন্ন হয়, তাহকে ইংরজিতে নেটিব ক্ষার বলে, অঙ্গর এক প্রকার যথা-~~সিরকা । ২৬। জঙ্গমুহইতে উৎপন্ন ক্ষার যথা—ফসফরাস। ২৭ পিপীলিকাহইতে উৎপন্ন ক্ষার এবং রেশমি পোকাহইতে উৎপন্ন ক্ষার ও মধুমকিক হইতে উৎপন্ন ক্ষার 1 : - . ২৮ অক্সের স্বাভাবিক গুণ এই, যে গাছের পাতার সুহিত সংযোগমতে পাতার নীলবর্ণ নষ্ট করিয়া তাঙ্কার রক্তবর্ণ জন্মিয় দেয় এবং এলকালিনীমূক ক্ষারের সহিত মিলিত হইলে উষ্ণ গুণ জীষ্মায় । ২৯। নাইটার অম্লর বৃক্ষজাত ক্ষারের সহিত মিলন হইলে সোর জন্মায় । এই পৰ্য্যন্ত ক্ষার অম্লের বিষয় স্থল লেখা হইল এবং উপস্থিত বিষয়ে এই মাত্র জানিতে পরিলে অনেক উপকার দর্শাইতে পারবে, পরমেশ্বর করেন কিমিয়া বিদ্যু লিখিবার সময় উপস্থিত হয় তবে এতদ্বিষয়ের সাঙ্গাপাঙ্গ সমস্তই লিখিব ! - ৪১ ৷ কেহ২ অনুমান করেন যে বলত। সাহেবের যন্ত্রের দ্বারা যে বিদ্যুৎ উৎপন্ন হইয়া থাকে তাহা দ্রব্যগুণাত্মক অর্থাৎ দ্রব্যবিশেষের গুণ কৰ্ম্মে (বিদ্যুৎ) উৎপন্ন হয় । এই প্রকার উৎপন্ন শক্তির নাম ইংরাজী ভাষায় কিমিয়াকর্ষণে উৎপন্ন ङ्ग्न বলিয়। oftco (Chemical Combination) যথা:–গন্ধকে কতকগুলিন অস্ত্রচুর