এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ইলেকট্রিক টেলিগ্রাফ। Jున (উখায় ঘর্ষণ করিলে যে সুক্ষগুড় নিঃসরণ হয়) তাহ দিলে এক জাতীয় নুতন প্রকার দ্রব্য উৎপন্ন হইবেক সেই দ্রব্য নহে তাম্র নহে গন্ধক | এইৰূপ উৎপন্ন যে কারণে হয় সেই কারণকে কিমিয়াকর্ষণ বা প্রভা বলা যায়, প্রতু্যত এইৰূপ সংযোগে যে তাপকের উৎপন্ন হর ইহার সামান্য দৃষ্টান্ত মধুচুনের যোগের স্থলে প্রকাশ আছে (অত্র বিষয়ে ২৪ পৃষ্ঠা দৃষ্টি করুন।) ৪২। ইহাতেই সৰ্ব্বসাধারণের স্থির বিবেচনা হইয়াছে যে যখন ভিন্ন২ দ্রব্য মিলিত হইয়া তদ্বারা তৃতীয় অন্য জাতীয়দ্রব্য উৎপন্ন হয় তখন যে কারণে ঐ তৃতীয় দ্রব্যের উৎপত্তি মানিল সেই কারণের দ্বারা বিদ্যুতের উৎপন্ন হইয়া থাকে মানিতে হইবেক । এক্ষণে বুলত সাহেবের যন্ত্রের প্রকার এবং তাহাতে যে প্রকারে বিভু্যদুৎপন্ন কুয় তাহ লিখিতেছি । -