পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। q} কম জোর হইবেক, এমতাবস্থায় প চিহ্নিত এক খণ্ড তারপাইনের দ্বারা ঐ দস্তা ও তামার যে ভুগি পাত্রের বহির্ভাগে থাকিবে তাহাতে জোর, দেওয়া হইলে ঐ (চারি দ্রব্য ব্যাপিয়া অর্থাৎ দ্রাবক ও দস্তা ও তাম এবং তার) বিদ্যুৎ পরিভ্রমণ করিবে এবং ম চিহ্নিত দস্তা খণ্ডে যে বিদ্যুতীয় প্রভ তাহ বিষম এবং পাত্রস্থ যে দ্রাবক তাহাতে বিদ্যুতের সম প্রভ হয় এতাবত দস্তাহইতে যে বিদ্যুতের বিষম প্রভা জন্মায় এবং প:ি ত্রস্থ দ্রাবকহইতে যে সম প্রভা প্রকাশ হয় তাহা দ্রাবকের মধ্যে প্রবিষ্ট না হইয়া ঐ তাম্রখণ্ডে প্রবিষ্ট হয় এবং তাম্রখণ্ডছইতে ঐ তারে প্রবিষ্ট হয়, তারহইতে বিদ্যুৎ ঐ চারি দ্রব্যব্যাপিয়া চতুদিগে গতি করিবে, অতএব দ্রাবকের জোরে দস্তায় যে বিদ্যুতের বিষুম প্রভা জন্মাইয়াছিল সেই প্রভা দ্রাবক হইয়া তামায় প্রবেশ করে তামাহইতে বহির্তারে প্রবিষ্ট হইয়া পুনঃ দস্তায় আইসে, অর্থাৎ বিদ্যুতীয় বিষম প্রভু দস্তাহইতে বাহিরের তার দিয়া তামার প্রবিষ্ট হইয়। দ্রাবকের মধ্যে দিয়া