পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영9 ইলেকট্রিক টেলিগ্রাফ। তোদ্দীপ্ত বটে) ঐ ঐ খণ্ডকে পরস্পর সম্বদ্ধ রাখিবার কারণ তারের দ্বারা কথিত প্রকারে বদ্ধ করিতে হইবে, যেহেতু ইংরাজিমতে জল মিশ্রিত দ্রব্য অর্থাৎ দুই ভাগ হাইদ্রজান (জলোৎপাদক বায়ু) এবং এক ভাগ অক্সীজান (অমোৎপাদক বায়ু) হইতে জল উৎপন্ন হয়, এতাবত৷ জলের প্রত্যেক অংশের এক ভাগ অক্সীজন অীর দুই ভাগ হাইদ্রজান জানিবেন (বেদান্তের পঞ্চীকরণ মতেও জল মিশ্রিত দ্রব্য) । ৪৬। জলের যে অংশ অস্লোৎপাদক বায়ু, সেই অংশ দস্তায় অধিক লগ্ন হয়, কেননা জলোৎপাদক বায়ু অপেক্ষা অল্পোৎপাদক বায়ু দস্তায় বিলক্ষণ সমন্ধ রাখে, সুতরাং জলের অমাংশ ঐ দস্তায় আকর্ষিত হইয়। ঐ দস্তার উপরিভাগে এক নুতন দ্রব্য উৎপন্ন করে। সেই দ্রব্য গুণে ঐ দস্তায় বিদ্যুতীয় বিষম প্রভা জন্মে এবং ঐ দস্তার অস্বাকৰ্ষিত জলোৎপাদক বায়ুতে বিদ্যুতের সম প্রভা জন্মাইয়। ঐ তাত্র খণ্ডে প্রবিষ্ট হয় এবং তথাহইতে বহিঃস্থ তারে বিদ্যুতের প্রভা প্রকাশ পায় ।