পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ৭৫ ৪৭। ঐৰূপে জলের দ্বারা ষে বিদ্যুতীয় প্রভা জন্মায় তাহার অধিকক্ষণ জোর থাকে না, একারণ ঐ জলে গন্ধকের অমু, বা দ্রাবক দিলে পুনঃ জলের বিলক্ষণ জোর জন্মায় কিন্তু যখন ঐ দস্ত খণ্ডে ঐ অর্মের গাদ বা মল লগ্ন হয় তখন বিদ্যুতের গতির বাধা জন্মায়, তন্নিবারনার্থ ঐ জলে পুনঃ সোরার আম বা দ্রাবক দিতে হইবে । এইৰূপ ক্রমান্বেয় দিলে বিদ্যুতের গতির সমতুল্যক্রম থাকিবে । a জলোৎপাদক বায়ু । HYDROGEN GAs. ৪৮। উক্ত পরিচ্ছেদে যে জলোৎপাদক বায়ুর কথা লিখিয়াছি তাহাও অনেকের বোধগম্য নহে, কেননা এপর্য্যন্ত এই শব্দ অনেকের কর্ণকুহরে প্রবেশ হইয়াছে কি না তাহ বলিতে পারি ন}, সুতরাং জলোৎপাদক ও অল্পোৎপাদক বায়ু কি তাহাও লিখিতেছি। ৪৯। এশ সমস্ত বস্তু মমৃষ্যের গোচর অাছে তন্মধ্যে জলে পোদক বায়ু (বায়ুবিশেষ) অতি নির্ভার, একারণ র্য 页及