এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
q> ইলেকট্রিক টেলিগ্রাফ। চুম্বক প্রস্তরের ধৰ্ম্ম ও আকর্ষণ শক্তি । MAGNETISM. অনেকে এমত বিবেচনা করিতে পারেন, যে বিদ্যুতীয় বিষয় লিখিবার স্থলে লৌহ আকর্ষক প্রস্তরের (চুম্বক) বিষয় পুটিত করা প্রয়োজনীয় নছে, কিন্তু প্রস্তব্য বিদ্যুতীয় বিষয়ের সহিত চুম্বকীর্ষণের সম্পূর্ণ নিকট সমন্ধ থাকে বিধায়ে তাহাও লিখিতে হইল, কেননা পরে এমত অনেকানেক স্থল উপস্থিত হইবে যাহাতে লোহাকর্ষকের বিষয় পরিপাটিৰূপে না জানিতে পারিলে বিদ্যুতীয় বার্তাবহ প্রণালী বুঝিতে পরিবেন না । ৫৯। ইউরোপ ও আসিয়া এবং আমেরিকার অনেকানেক স্থানে চুম্বক প্রস্তর প্রাপ্ত হওয়া যায়। এই প্রস্তর"স্বভাবতঃ নিবিড় মেঘ বর্ণ এবং তদাকার প্রায় আটকোণ। এই প্রস্তর যে লোহকে আকর্ষণ করিয়া থাকে তাহ প্রায় অনেকেই অবগত আছেন। কিন্তু এই প্রস্তরের যেরূপ লোহ আকর্ষণ শক্তি আছে, তদ্রুপ আর এক অী চর্য্য