ইলেকট্রিক টেলিগ্রাফ। Q:S গুণ ও স্বাভাবিক শক্তি আছে—যথা চুম্বক প্রস্তর স্বতায় বুলাইলে তাহউত্তরাভিমুখ হইয়। থাকে। এতদুভয় গুণবর্তিত ইস্পাতের উপর চুম্বক প্রস্তর ঘর্ষণ করিলে ইস্পাতেরও চুম্বকের ধৰ্ম্ম লাভ হয়। - ৬০ ৷ এক খণ্ড চুম্বক হস্তে করত আর এক খণ্ড স্থত্রে বুলাইয়। ঐ২ খণ্ডের যে দিগ উত্তরাভিমুখে থাকে সেই২ মুখ পরস্পর স্পর্শ করাইলে তদুভয়ের মধ্যে অস্বাকর্ষণ শক্তি প্রকাশ পাইয়। •থাকে (যেমত ১১ পরিচ্ছেদে বিদ্যুতে দীপ্ত বস্তুর ত্মম্বাকর্ষণ শক্তির বিষয় লিখিত হইয়াছে।) . ঐ দুই খণ্ড চুম্বকের যে দুই মুখ দক্ষিণভিমুখে থাকে সেই মুখে অপর খণ্ডের দক্ষিণ মুখ স্পর্শ করাইলে চুম্বকের অস্বাকর্ষণের চিহ্ন প্রকাশ হইবে কিন্তু এক খণ্ডের উত্তর মুখ অন্য খণ্ডের দক্ষিণ মুখের সহিত স্পর্শ করাইলে তদুভয় খণ্ড সংলগ্ন (আকৰ্ষিত হইয়া থাকিবে । ৬১। চুম্বক আকৃষ্ট লৌহ যদবধি চুম্বকে লগ্ন গুকে তদবধি তাহার চুম্বকের ধৰ্ম্ম হয়, অর্থাৎ অপর লৌহ খণ্ডকে চুম্বকের মত আক
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।