ইলেকট্রিক টেলিগ্রীফ। ৮১ হার এবং সামান্য বিদ্যুতীয় সাধনের মুল তাপক এবং চুম্বকের লোহাকর্ষণ শক্তির মূল ঐ তাপক এবং স্বৰ্য্য কিরণ মানি । সুর্য্য কিরণের দ্বারা বিদ্যুতের গতি শক্তি জন্মায়—ঐ সুর্য্য কিরণে চুম্বকের লোহাকর্ষণ শক্তি জম্ময় অর্থাৎ এক স্বৰ্য্য কিরণহইতে প্রাকৃতিক বিদ্যুৎও চুম্বক ধৰ্ম্ম ও ঘর্ষণে এবং দ্রব্যগুণ সংযোগে যন্ত্রের দ্বারা যে কুএক প্রকার বিদ্যুৎ উৎপন্ন হইয়া থাকে তাহার উৎপন্ন হয় ] ৬৩। বিদ্যুতের লোহাকর্ষণ শক্তি আছে কি না, তাহ জানিতে হইলে (পূৰ্ব্ব কথিত বলত। সাহেবের যন্ত্রে) যে শলাকা সংযুক্ত থাকে, সেই শলাকার উপর এক খণ্ড নরম লোহ রাখিলে ঐ লৌহ খণ্ড যেৰূপ চুম্বকে আকৃষ্ট করিয়া থাকিত সেইৰূপ ঐ শলাকাতেও থাকিবে এবং ঐ লোহ বেড়িয়া ঐ তার যত জড়ান যাইবে ততই ঐ লোহের আকর্ষণ শক্তির বৃদ্ধি হইবেক প্রত্যুত ঐ লৌহ ঐ তারহইতে পৃথক হইলে তাহার আর লোহাকর্ষণ শক্তি থাকিবে না যেমত চুম্বক প্রস্তর হেঁতে পৃথক হইলে হইত।
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।