পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ ইলেকট্রিক টেলিগ্রাফ । ৬৪। যেৰূপ বিদ্যুতের চুম্বক ধৰ্ম্ম আছে সেইৰূপ চুম্বকেরও বিদ্যুৎ ধৰ্ম্ম আছে। । চুম্বকে বিদ্যুৎ ধৰ্ম্ম থাকার বিষয় ফুেডে (Faraday) সাহেব এৰূপ বিশিষ্ট বিধানে প্রকাশ করিয়াছিলেন, যে বলত সাহেবের যন্ত্রের দ্বারা যেৰূপ বিদ্যুতীয় শক্তি ও প্রভা জন্মায় সেইৰূপ চুম্বকহইতেও বিদ্যুতের গতি ও প্রভ হইয়। থাকে অর্থাৎ যেৰূপ তামা ও রাঙ্গ এবং অমের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয় সেইৰূপ চুম্বকেও হইয় থাকে, কিন্তু চুম্বকে যে বিদ্যুতীয় প্রভার সঞ্চার হয় তাহ তাপ মুলক ] - ঘূেৰুপে চুম্বকহইতে বিদ্যুতীয় প্রভ উৎপন্ন ~হয় তাহ নিম্নে প্রকাশ করিতেছি। ৬৫ । ফ্রেডে সাহেব এক খণ্ড বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বকে তার সংযুক্ত করিয়া তাহ বিদ্যুৎ পরিমাপক যন্ত্রে পূর্শ করাইবামাত্র ঐ তার দিয়৷ বিদ্যুতের গতি হইয়াছিল। [কিন্তু এই স্থলে জানা উচিত যে, যে ভাবে ও অবস্থায় ঐ বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বক রাখা হইবে সেই ভাবে তাহার কার্যাও হইবে অর্থাৎ ঐ