পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। b" চুম্বকের সন্নিকটে লৌহ থাকিলে ঐ চুম্বক লোহাকর্ষণ করিবেক যদি তারকে মণ্ডলাকার করত ঐ চুম্বক যন্ত্রের সংস্পর্শে রাখা যায় তাহাতে বিছাতীয় চিহ্ন প্রকাশ পাইবে ] , ৬৬। বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বকদ্বারা মণ্ডলাকার তীরে যখন বিলক্ষণ বিদ্যুতীয় প্রভা হয় তখন যত বড় লৌহ খণ্ড হউক তদ্বারা অতিবেে আকর্ষিত হইয়! থাকে। o [ইত্যবলোকনে অনেক বিদ্যুজজ্ঞ পণ্ডিতের বিবেচনা করিয়াছেন, যে যেৰূপ বাম্পের দ্বারা বাষ্পীয় কলের গতি হইয়া থাকে সেইৰূপ বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বক উপযুক্তমতে সংস্থাপন করিতে পারিলে বাপের পরিবর্তে তদ্বারা কল অবশ্যহ চলিতে পারে, তবে ইহার মধ্যে এই এক সন্দেহ করিলেও করিতে পারা যায়, বাম্পের যে২ গতিতে কল চলিয়া থাকে তাহার অপরাপর গতির মধ্যে মণ্ডলাকার গতিও আছে, যেহেতু মণ্ডলাকার গতি ব্যতীত কোন দ্রব্যের কল চালান শক্তি • থাকে না ।] “মণ্ডলাকার গতি কি? তাহ অনেকে বুঝিতে