পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। ষণ করিল তখন অপর চুম্বকের তদ্রুপ আকর্ষণ শক্তি থাকিল না, সুতরাং উভয় চুম্বকের পরস্পর আকর্ষণ ও অম্বাকর্ষণ শক্তির দ্বারা চাক ঘুরিয়াছিল। এইৰূপে যে সৰ্ব্বত্র নির্বিঘ্নে চক্রের চক্রাকার গতি হইয়া থাকে এমত নহে; তবে তেনেকানেক পদার্থ তত্ত্বজ্ঞগণ কৃতকার্য্য হইবার নিমিত্তে যত্ন করিতেছেন কালে বাম্পের পরিবর্তে বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বকের দ্বারা বাষ্পীয় কল চলিলেও চলিতে পারে এমত সম্ভব বটে। বিদ্যুৎ বাৰ্ত্তাবহ । BLECTRIC TEI.EG RAF II. বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বকেম দ্বারা মনুষ্যের এপর্য্যন্ত অপরাপর কেন বিশেষ উপকার না দর্শ।উক কিন্তু তদ্বারা ইলেকট্রিক টেলিগ্রাফের কার্য্য এইৰূপে সমাধা হইতেছে, অর্থাৎ পূৰ্ব্ব কথিত বিদ্যুৎ ধৰ্ম্মি চুম্বকের দ্বারা মনুষ্যের এই বিশেষ উপকার দর্শাইয়াছে। ।