ইলেকট্রিক টেলিগ্রাফ । و او ৬৭ । যেহেতু বিদ্যুৎগমন গ্রাহক বা সাধক তারের দ্বারা বহুদূরপর্য্যন্ত বিদ্যুতীয় প্রভার গতি হইয় থাকে একারণ ঐ তারের প্রান্তভাণে ঘড়ির কাটার মত কাটা বদ্ধ করা হয়। সেই কাটা বিদ্যুতীয় প্রবাহদ্বার স্বয়ং চলিয়া থাকে (যেমত ঘড়ির কাটার স্বয়ং গতি হয়) তাহাতেই ঐতার ও কাটার সহকারে এক দেশের প্রান্তভাগ হইতে অন্য দেশের প্রান্তভাগে থাকিয় মনুন্ন্য সঙ্কেতের দ্বারা সংবাদ প্রেরণ করিতেছেন ও প্রাপ্ত হইতেছেন। ৬৮। এই সঙ্কেত প্রদর্শনার্থ ইংরজি ভাষার (A এ) অবধি (Z জেড) পর্য্যন্ত ২৬ অক্ষর এবং ১ অবধি ১০ পর্য্যন্ত অঙ্ক ব্যবহার হইয়াছে। তামরা ইহার বিশেষ পশ্চাতে প্রকাশ করিব এক্ষণে পরিভাষাধ্যায়ে যেৰূপ লেখু। উচিত তাহাই লিখিলাম। ৬৯। বিদ্যুতের দ্বারা বাৰ্ত্তাবহনাৰ্থ এই২ বস্তুর আবশ্যক হয়—প্রথমতঃ এক ষ্টেসনহইতে অন্য ষ্টেসনে বার্তাবহনাৰ্থ বড়ং খুঁটির উপর বিদ্যুৎপমন সাধক তার। ॐ २.
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।