পাতা:ঈশাচরিতামৃত.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ ঈশাচরিতামৃত । কথা আমি বুঝিতে পারিলাম না।" পরে তথা হইতে প্রস্থান করির বহিদ্বারের নিকট যখন আসিলেন, তখন আর একটী দাসী বলিয়। উঠিল, “এ লোকটা যিশুর সী।" পিটার বলিলেন, “তাহাকে আমি চিনি না।” আরো কয়েক জন লোক সেখানে ছিল, তাহারা বলিল, “নিশ্চয় এ ব্যক্তি গালিলের লোক, মুখের কথাতেই আমরা তাহ বুৰিতে পারিতেছি ।" পিটার তৃতীয় বার সে কথা অস্বীকার করিলেন, অমনি প্রভাতস্বচক কুকুটধ্বনি হইল। তখন গুরুবাক্য স্মরণপূর্বক তিনি বাহিরে গিয়া অমৃতাপ সহকারে অত্যন্ত খেদ করিতে লাগিলেন । পর দিবস প্রাতঃকালে বিচারপতি ও প্রধানবৰ্গ যিশুর প্রাণবধার্থ মন্ত্রণ করিতে বসিল এবং তাহাকে বন্দী করিয়া রাজপ্রতিনিধি পাইলেট সদনে প্রেরণ করিল। বিনা দোষে যিশুর প্রাণদণ্ড হয় দেখিয়া জুড়া জার তখন স্থির থাকিতে পারিল না, কৃতাপরাধ স্মরণ করিয়া মহা অনুতাপে পরিতাপিত হইল। পাষণ্ডহৃদয় আর কত ক্ষণ দৈবশক্তির প্রতিকূলতা করিবে ? স্কর্শ্বের পরিণাম ফল তাহাকে চেতনা দান করিল। তখন সে কাদিতে কঁদিতে সেই ত্রিশটি মুদ্রাসহ প্রধান ধৰ্ম্মযাজকদিগের নিকট উপস্থিত হইয়। কহিল, “আমি নির্দোষীর বিরুদ্ধে পাপ করিয়াছি।” তাহারা বলিল, আমাদের তাহাডে কি ? তুমি সে জন্য দায়ী।” জুড় সে টাকা গুলি মন্দিরের ভিতরে. ফেলিয়া দিয়া পরে অনুতাপে আত্মহত্যা করিয়াছিল । ত্বনির্বার অনুতাপযন্ত্রণ। তাহার পক্ষে অসহ্য হইয় উঠে। ধৰ্ম্মজ্ঞানী পুরোহিতদল রক্তের মূল্য প্রতিগ্রহণ করা পাপ জানিয়া উক্ত ত্রিশ মুদ্রায় বিদেশীয়দিগের গোরস্থানের জন্য এক খণ্ড ভূমি ক্রয় করে। ঐ ভূমি খণ্ড রক্তভূমি নামে পরে অভিহিত হয়। ঘিণ্ড পাইলেটের নিকট উপস্থিত হইলে সে য়িহীদিগকে জিজ্ঞাসা করিল, “এ ব্যক্তির বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ আছে ।” তাহার। বলিল, “এ যদি অপরাধী না হইত, তাহা হইলে আমরা ইহাকে তোমার নিকট ধরিয়া জানিতাম না। এ ব্যক্তি প্রজাপুঞ্জের মন বিকৃত করিয়া দিয়া বলে যে আমি রাজা, তোমরা সিজারকে রাজস্ব দান করিও না। গালিল, হইতে জুডিয়া পৰ্যন্ত সমস্ত লোকদিগকে এ ব্যক্তি কুমন্ত্রণ দিয়া রাঙ্গবিদ্রোহী