8 ঈশাচরিতামৃত। ভোগ করিতে পায়। ঘিণ্ডর রোপিত বৃক্ষেয় ফল তদীয় শিষ্যশাখাগণ উপভোগ করিয়াছিল। ভদনভর সেই নারীর প্রমুখাৎ মনুষ্যপুত্রের অলৌকিক গুণগ্রামের কথা শুনিয়া নগরবাসীরা গুৎসমীপে উপনীত হইল এবং স্বকৰ্ণে র্তাহার প্রমুখের বাক্ষ শ্রবণ করিয়া বলিতে লাগিল, “ইনি বাস্তবিকই জগতের পরি যাত যিশু।” এখানে অনেকে তাহাকে বিশ্বাস করিয়াছিল। লোকদিগের অনুরোধে যিশু এই স্থানে তুই দিবস কাল অবস্থিতি করেন। তিনি যে প্রেরিত মহাপুরুষ, পরিত্রাণ বিলাইবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন, এ কথা নিজমুখে এ স্থলে ব্যক্ত করিয়াছিলেন। কারণ তখন সম্মুখসমরে প্রবেশ করিবার কাল নিকটবর্তী হইয়াছিল। (বিবাহ ও স্ত্রীত্যাগ ।) ক্রমে জর্দননীর পরপারে জুডিয়ার সীমামধ্যে সকলে উপনীত হইলেন। সঙ্গে শত শত দীন হুঃখী নরনারী চলিতেছে। পথিমধ্যেও কত স্থানে কত্ত লোক জাসিয়া দলে মিশিতেছে। কেহ বা দেখিয়া শুনিয়া পুনরায় ঘরে ফিরিয়া যাইতেছে । যাহার বেশী বুদ্ধিমান তাহারা ৰলিতেছে, চল ভাই আমরা যাই, পাগলের সঙ্গে মিশিয়া শেষ কি পাগল হইয়া যাইব ? জামরা সংসারী গৃহস্থ লোক, যাহাতে তুই টাকা উপার্জন হয়, পুত্র পরিবার স্বখে থাকে তাছাই দেখিতে হইবে, ঔদের কথা কি শুনিতে আছে ? নানা মুনির নানা মত। মেষপালক যেমন আপনার মেয়ূধের অঙ্গে অঙ্গে গমন করে, কাঙ্গালের সখ যিশু তেমনি শিষ্যদলের জগ্রে চলিতেছেন। বে ভূভাগে তাহার পরজঃ পড়িভেছে তথাকার লোক সকল সচকিত নেঞ্জে জাগিয়া উঠিতেছে। কিন্তু শকদল কিছুতেই সঙ্গ ছাড়িতেছে না। যেখানে সেখানে তাহার সঙ্গে লাগিয়াই রহিয়াছে। এক বার কোন দোষ পাইলে হয়, অমনি ধরিয়া কারাবদ্ধ করিৰে এই তাহাদের 丐国1 কোন স্থানে এক জন ফিরুশ জিজ্ঞাসা করিল, “মহাশয় । কোন কারণ বশতঃ কেহ যদি আপন স্ত্রীকে ত্যাগ করে তাহা কি বৈধ হয় ?” যিশু লিলেন, “কি প্রথমে ময়াকে স্ট্র গুরু কলি কৃঞ্জন করিয়াছেন ।
পাতা:ঈশাচরিতামৃত.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।