প্রার্থনা শিক্ষা। এক দিন যিশু কোন স্থানে একাকী বসিয়া প্রার্থনা করিতেছিলেন। তথা হইতে উঠিয়া আসিলে জনৈক শিষ্য বলিল, “ প্রভু, জন যেমন আপনার শিষ্যদিগকে প্রার্থনাতত্ত্ব শিখাইয়াছিলেন তেমনি আপনিও আমাদিগকে বলিয়৷ দিন আমরা কিরূপে প্রার্থনা করিব।” যিশু বলিলেন, “তোমরা ঈশ্বরের নিকট গোপনে প্রার্থনা করিবে। কপটীর প্রকাশ্য স্থানে দাড়াইয় প্রার্থনা করে ষে লোকেরা তাহাদিগকে প্রশংসা করুক, কিন্তু তাহাদের পুরস্কার তাহার এইখানেই পাইল। দেবপূজকের যেরূপ করে, প্রার্থনার কালে সেরূপ বুথ পুনরক্তি করিও না । তাহারা মনে করে, অনেক কথা বলিলে বুঝি তাহা গ্রাহ্য হইবে। তাহদের মত তোমরা হইও না। কথা বলিবার পূর্বেই তোমার পিতা জানেন, কি তোমার অভাব। এইরূপে প্রার্থনা করিবে ; হে আমাদের স্বৰ্গস্থ পিত), তোমার নাম পবিত্র হউক! তোমার রাজ্য আগমন করুক ! স্বর্গে যেমন তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছা পূর্ণ হউক! আমাদিগকে প্রতি দিবসের জীবিকা দান কর। আমরা যেমন অপরাধীর অপরাধ মার্জন করি তেমনি ভূমি জামাদের দোষ মার্জন কর ; পরীক্ষায় ফেলিও না, মন্দ হইতে উদ্ধার কর । রাজ্য, পরাক্রম, মহিমা চিরকাল তোমারি । তুমি যদি মনুষোর দোষ ক্ষমা কর তবে স্বৰ্গস্থ পিতা তোমার দোষ ক্ষমা করিবেন। ভূমি যদি তাহ না কর তবে তাহার নিকট তুমি ক্ষমা পাইবে না। যাচঞ্চ কর তোমাদিগকে দেওয়া হইবে ; অন্বেষণ কর তোমরা প্রাপ্ত হইবে ; আঘাত কর তোমাদের জন্য দ্বার মুক্ত হইবে। কারণ যে কেহ যাচএগ করে সে লাভ করে ; যে অন্বেষণ করে সে প্রাপ্ত হয় ; এবং যে আঘাত করে তাহার নিমিত্ত দ্বার উন্মুক্ত হয়। এমন লোক তোমাদের মধ্যে কে আছে যে, যদি তাহার সম্ভান রুট ও মৎস্য চায় তাহাকে সে প্রস্তর খণ্ড এবং
পাতা:ঈশাচরিতামৃত.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।