পাতা:ঈশাচরিতামৃত.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তামৃত । २७ হইবে উহা ভূমিতে কি গোময়কুণ্ডে নিক্ষিপ্ত হইবারও যোগ্য নহে, কেবল দূরেনিক্ষিপ্ত হইবার উপযুক্ত। যহার কর্ণ আছে সে শ্রবণ করুক।” পৃথিবীতে যাহার স্বৰ্গরাজ্য স্থাপন করিতে চাহে ডাহাদিগকে সৰ্ব্বত্যাগী रहाशौ इहेख् इहेर, हेश दूसरेशान बना ७ि रनिद्रांश्न, शिड भांड আত্মীয় জন এবং জীবনকে ঘৃণা না করিলে উক্ত কার্ঘ্যে কেহ ব্ৰতী হইতে পারে না। স্বৰ্গরাজ্যস্থাপন সৰ্ব্বাপেক্ষ প্রিয়কাৰ্য্য ইহা প্রতিপন্ন করিবার জন্য পার্থিব বিষয়কে ঘৃণা করিবার কথা উক্ত হইয়াছে । কিন্তু গুরুজনকে ভক্তি করিতে হইবে একথা পূর্বেই তিনি বলিয়াছেন। এক দিন যিশু বহু লোক সঙ্গে পথে চলিতেছেন, জাকেসাস নামক কোন খৰ্ব্বাকৃতি মনুষ্য র্তাহাকে দেখিবার জন্য এমনি ব্যাকুল হইয়াছিল যে সে এক ডম্বর বৃক্ষে উঠিয় তাহাকে দেখিতে লাগিল। যিশু উৰ্বে দৃষ্ট নিক্ষেপ করত বলিলেন, “জাকেসাস্, শীঘ্ৰ নামিয়া আইস, অন্য আমি তোমার গৃহে বাস করিব।” সে নিতান্ত হীনবংশীয় ইডর লোক ছিল, যিশুর কথা শুনিয়া মহা আহ্বাদিত চিত্তে র্তাহাকে নিজালয়ে লইয়। গিয়৷ যত্বপূর্বক সেবা করিল। ইহাতে কেহ কেহ বলিয়াছিল ইনি পাপীর বাড়ীতে রাত্রবাস করেন। জাকেসা বিনীত ভাবে দণ্ডায়মান হইয়। কহিল," প্ৰভু, দেখুন, আমার সম্পত্তির অর্থাংশ আমি দরিদ্রকে দান করিব। আর অন্যায় পূৰ্ব্বক যদি কাহারো কিছু হরণ করিয়া থাকি তবে তাহার চতুগুণ তাহাকে ফিরাইয়া দিব।" যিশু বলিলেন, "অদ্য এই গৃহে পরিত্রাৎ অবতীর্ণ হইল।”